Sub-netting Cheat Sheet

Sub-netting Cheat Sheet

Question:

আমার একটা আই.পি ব্লক আছে, 192.168.0.0/24 । কিন্তু আমার তিনটি আলাদা LAN আছে....
প্রথম LAN এ হোষ্ট সংখ্যা 25,
দ্বিতীয় LAN এ হোষ্ট সংখ্যা 120 এবং
তৃতীয় LAN এ হোষ্ট সংখ্যা 55
যেহেতু আমার হতে সমাধান হিসেবে VLSM আছে এবং আমি যদি নিচের মতো করে VLSM করি…..
LAN-1: 192.168.0.0/27 (Range: 192.168.0.0 – 192.168.0.31)
LAN-2: 192.168.0.32/25 (Range: 192.168.0.32 – 192.168.0.159)
LAN-3: 192.168.0.160/26 (Range: 192.168.0.160 – 192.168.0.223)
এখন প্রশ্ন হলো, আমি উপরে যেভাবে Sub-netting করেছি তা ঠিক আছে কিনা?
Yes or No

Answer:

No….... অর্থাৎ আমার সাবনেটিং টি সঠিক হয় নি।
কারণ, এখানে একটি সাবনেট আরেকটি সাবনেটের সাথে Overlap করে।
Overlapping কি?.... তা বুঝার জন্য চিত্রের Figure-1 টি দেখুন।

অর্থাৎ, একটি সাবনেট যখন আরেকটি সাবনেটের সাথে মিশে যায় তখন তাকে Overlapping বলে।
এখানে, Overlapping টি ঠিক কিভাবে হলো তা বুঝার জন্য আমরা সিম্পল AND অপারেশন করে দেখতে পারি। (চিত্রে প্রদত্ত)

কিন্তু প্রফেশনাল লেভেলে আমাদেরকে যখন অনেক বেশি সাব-নেটিং করতে হয়, তখন ঐ সাবনেটিং টি ঠিক হলো নাকি ভূল হলো তা সব সময় AND Operation এর মাধ্যমে বের করা বেশ ঝামেলা। অনেকে এক্ষেত্রে Subnet Calculator ব্যবহার করেন।
আজ আমি আপনাদের সাথে এমন একটি টেকনিক শেয়ার করবো যার মাধ্যমে AND Operation বা Subnet Calculator ব্যবহার না করেই মুখে মুখেই সাবনেট বের করা যাবে। টেকনিকটি খুবই সহজ, এটা আমি কারো কাছ থেকে শিখি নি কিন্তু কাজ করতে করতে আয়ত্ত্বে এসে গেছে।
কোন /24 ব্লককে যদি আমরা /25 করে সাবনেট করতে চাই তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে, প্রথম সাবনেটটি হবে 0/25 এবং দ্বিতীয় সাবনেটটি হবে 128/25 (128 করে Increment হবে) । (Figure-2)

এটা অত্যাবশ্যকীয় নিয়ম। ধরুন, যদি আমরা 32/25 সাবনেট করে মনে করে ফেলি আমাদের সাবনেট রেঞ্জ 192.168.0.32 – 192.168.0.159 সঠিক আছে, তাহলে আমাদের ধারণা ভূল। (Figure-3)
লক্ষ্য করলে দেখা যাবে আমাদের রেঞ্জটি Overlap করেছে। (Figure-4)
যদি আমরা কোন /24 ব্লককে /27 করে সাবনেট করতে চাই তাহলে আমাদের সবসময় নিচের সিরিজটি মনে রাখতে হবে,
১. 0/27
২. 32/27 (32 করে Increment হবে)
৩. 64/27 (32 করে Increment হবে)
৪. 96/27 (32 করে Increment হবে)
৫. 128/27 (32 করে Increment হবে)
৬. 160/27 (32 করে Increment হবে)
৭. 192/27 (32 করে Increment হবে)
৮. 224/27 (32 করে Increment হবে)
(Figure-5)
যদি আমরা 16/27 এইভাবে সাবনেট করতে চাই তাহলে তা 0/27 ও 32/27 এর মধ্যে Overlap করবে। (Figure-6)
/29, /30 এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
Subnetting Cheat Sheet
by mn-LAB
M Abdullah Al Naser (www.mn-lab.net)
CIDR./24./25./26./27./28./29./30
Incremented By25612864321684
0/240/250/260/270/280/290/30
4/30
8/298/30
12/30
16/2816/2916/30
20/30
24/2924/30
28/30
32/2732/2832/2932/30
36/30
40/2940/30
44/30
48/2848/2948/30
52/30
56/2956/30
60/30
64/2664/2764/2864/2964/30
68/30
72/2972/30
76/30
80/2880/2980/30
84/30
88/2988/30
92/30
96/2796/2896/2996/30
100/30
104/29104/30
108/30
112/28112/29112/30
116/30
120/29120/30
124/30
128/25128/26128/27128/28128/29128/30
132/30
136/29136/30
140/30
144/28144/29144/30
148/30
152/29152/30
156/30
160/27160/28160/29160/30
164/30
168/29168/30
172/30
176/28176/29176/30
180/30
184/29184/30
188/30
192/26192/27192/28192/29192/30
196/30
200/29200/30
204/30
208/28208/29208/30
212/30
216/29216/30
220/30
224/27224/28224/29224/30
228/30
232/29232/30
236/30
240/28240/29240/30
244/30
248/29248/30
252/30

আশাকরি, এই টেকনিকটি সাবনেটিং করার ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে।
তাহলে সবশেষে আমাদের প্রশ্নে উল্লেখিত সঠিক সাবনেটিংটি দেখে নেই।
LAN-2: 192.168.0.0/25 (Range: 192.168.0.0 – 192.168.0.127)
LAN-3: 192.168.0.128/26 (Range: 192.168.0.128 – 192.168.0.191)
LAN-1: 192.168.0.192/27 (Range: 192.168.0.192 – 192.168.0.223)
আপনাদের সবার জন্য (Figure-7 এর) শুভকামনা রইলো।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.